জয় পেলো সার্বিয়া,হার দিয়ে বিশ্বকাপে যাত্ৰা শুরু জার্মানির,ব্ৰাজিলের ম্যাচ ড্ৰ

জয় পেলো সার্বিয়া,হার দিয়ে বিশ্বকাপে যাত্ৰা শুরু জার্মানির,ব্ৰাজিলের ম্যাচ ড্ৰ

বিশ্বকাপের গ্ৰুপ-ই র ম্যাচে কোস্টারিকাকে ১ গোলে হারিয়ে জয়ের স্বাদ পেলো সার্বিয়া। ডিফেল্ডার কোলারোভের ফ্ৰিকিক থেকে করা আকর্ষণীয় গোলের ওপর নির্ভর করে জয়যাত্ৰা শুরু করে সার্বিয়ানারা। ম্যাচের ৫৬ মিনিটে ফ্ৰি কিক থেকে কোস্টারিকার জালে বল ঠেলে দেন কোলারোভ। এদিন দলকে জয়ের মুখ দেখানোর পাশাপাশি দুরন্তগতিতে কোলারোভ রক্ষণভাগও সামলেছেন দক্ষতার সঙ্গে।

এদিন রাত নটায় মস্কোর লুজনিকি স্টেডিয়ামে গ্ৰুপ-এফ র অন্য একটি হাই ভোল্টেজ ম্যাচে রীতিমতো অঘটন ঘটে। মেক্সিকোর কাছে ১-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হার হজম করতে হয়। ম্যাচের শুরু থেকেই মেক্সিকো যথেষ্ট আক্ৰমণাত্মক ছিল। খেলার ৩৫ মিনিটের মাথায় মেক্সিকান ফরোয়ার্ড হারভিং লুজানো বুদ্ধিমত্তার সঙ্গে প্ৰতিপক্ষের জালে বল ঠেলে দেন। এই হার চারবারের চ্যাম্পিয়ন জার্মানির ভিত নাড়িয়ে দেয়। তাই জার্মানিকে এবার হার দিয়েই বিশ্বকাপে যাত্ৰা শুরু করতে হয়। খেলার দ্বিতীয় পর্যায়ে জার্মান স্ট্ৰাইকার টিমো ওয়ারনার খেলায় সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট লক্ষ্যভ্ৰষ্ট হয়।

ই গ্ৰুপে ব্ৰাজিল-সুইজারল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত শেষ হয়। ব্ৰাজিল শুরুটা ভালই করেছিল। কিন্তু অগ্ৰগতি ধরে রাখতে পারেনি। ৪০ বছর পর এই প্ৰথম ওপেনিং ম্যাচে ব্ৰাজিল জিততে পারেনি। তাই বিশ্বকাপের জন্য তাদের আরও লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামতে হবে।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com