Breaking News
Home » সময় প্ৰবাহ » নাগরিক বিল রদের দাবিতে ডিগবয়,টংলায় গণবিক্ষোভ
সময় প্ৰবাহ

নাগরিক বিল রদের দাবিতে ডিগবয়,টংলায় গণবিক্ষোভ

ডিগবয়ঃ ডিগবয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,মহিলা ও ছাত্ৰ সংগঠন  নাগরিক বিল রদের দাবিতে সোমবার পথে নামে। আসুর পৃষ্ঠপোষকতায় এই গণপ্ৰতিবাদ মিছিল শহরের তিনালির শহিদ বেদি থেকে বের হয়ে শেষ হয় বরবিলে। ওদিকে আসুর টংলা শাখাও এদিন প্ৰতিবাদ মিছিল বের করে।

Click Here To Play