Breaking News
সময় প্ৰবাহ

বিলের বিরুদ্ধে সোচ্চার আসু-আইনজীবী সংস্থা

গুয়াহাটিঃ নাগরিক বিল নিয়ে আসু ও সারা অসম আইনজীবী সংস্থা(এএএলএ)সোমবার শহরের শহিদন্যাস ভবনে এক বৈঠকে স্পষ্ট জানায় তারা এই বিল কিছুতেই মানবে না। এটি পাস হলে রাজ্যে দুর্যোগ নামবে। ধ্বংস হবে ভাষা,সংস্কৃতি। অসম চুক্তির ভিত্তিতে খিলঞ্জিয়াদের জন্য সংবিধানিক সুরক্ষারও দাবি করে তারা।

Click Here To Play