Breaking News
সময় প্ৰবাহ

ধুবড়িকে পরিচ্ছন্ন করতে এনজিও-র সঙ্গে প্ৰচারে নেমেছে পুরসভা

ধুবড়িঃ ধুবড়ি পুরসভা এনজিও-র সহযোগিতায় ধুবড়িকে পরিচ্ছন্ন ও সবুজ শহরে রূপান্তরের জন্য প্ৰচারে নেমেছে। এনজিও বিএনবিএস বাসিন্দাদের বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। পুরসভাও এনজিও-র সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতার প্ৰচার চালাচ্ছে।

Click Here To Play