ক্ৰোয়েশিয়ার কাছে ৩-০ হারল বিশ্বের হ্যাবিওয়েট দল আর্জেন্টিনা

ক্ৰোয়েশিয়ার কাছে ৩-০ হারল বিশ্বের হ্যাবিওয়েট দল আর্জেন্টিনা

মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন এবার কি স্বপ্নই থেকে যাবে? বৃহস্পতিবার বিশ্বকাপের গ্ৰুপ ডি-র ম্যাচে বিশ্বের অন্যতম হেভিওয়েট দল আর্জেন্টিনা ০-৩ গোলে ক্ৰোয়েশিয়ার কাছে হেরে যায়। এই হার বিশ্বকাপ থেকে তাদের দ্ৰুত বিদায়েরই ইঙ্গিত। খেলার প্ৰথমার্ধ গোলশূন্যভাবে কেটে গেলেও দ্বিতীয়ার্ধে ক্ৰোয়েশিয়ানরা আরও আক্ৰমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের ৫৩ মিনিটে এন্টি রেবিক আর্জেন্টিনার কিপার উইলি ক্যাবেলেরো-র ভুলের ফায়দা তুলে ক্ৰোয়েশিয়ানদের পক্ষে প্ৰথম গোল করে সমস্ত দর্শকদের হতচকিত করে দেন। ৮০ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান ক্ৰোয়েশিয়ার লুকা মডরিক। প্ৰায় ৯০ মিনিটে অর্থাৎ ইনজুরি টাইমের আগে ইভান রেকটিক আরও একটি গোল করে স্কোর ৩-০ করে নেন। বিশ্ব ফুটবলের কিংবদন্তি আর্জেন্টিনার মেসিকে এদিন অনেকটাই নিষ্প্ৰভ দেখা গেছে। গোলের বেশকটি সুযোগ পেলেও আর্জেন্টাইনরা তা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচে প্ৰচুর ফাউল হয়েছে উভয় পক্ষে। তবে ক্ৰোয়েশিরা যে যোগ্য দল হিসেবে জয় হাসিল করেছে তা বলা বাহুল্য।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com