পানামার বিরুদ্ধে ৬-১ বিজয়ী ইংল্যান্ড,হ্যারি কেনের হ্যাটট্ৰিক

পানামার বিরুদ্ধে ৬-১ বিজয়ী ইংল্যান্ড,হ্যারি কেনের হ্যাটট্ৰিক

নিজনি নোভগোরডে রবিবার বিশ্বকাপের গ্ৰুপ-জি-র ম্যাচে ইংল্যান্ড ৬-১ গোলে পানামাকে হারিয়ে প্ৰি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন এদিন হ্যাটট্ৰিক করে এবার বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক ক্ৰিস্টিয়ানো রোনাল্ডোর সমপর্যায়ে নাম লেখালেন। পানামার বিরুদ্ধে বিশ্বকাপে এটাই সেরা জয় ইংল্যান্ডের। ১৯৮৬ সালে গ্যারি লাইনকারের পর কেনই ইংল্যান্ডের প্ৰথম খেলোয়াড় যিনি হ্যাটট্ৰিক করার গৌরব অর্জন করলেন। কেন ২০ মিনিটে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে প্ৰথম গোলটি করেন। হ্যারি এদিন দুটো গোল করেন পেনাল্টি থেকে। তবে খেলার ৮ মিনিটে ইংল্যান্ডের তরুণ সুদর্শন খেলোয়াড় জন স্টোন প্ৰথম গোল করে দলকে এগিয়ে নেন। ২২ মিনিটে এবং প্ৰথমার্ধের ইনজুরি টাইমে দুটো এবং ৬২ মিনিটে গোল হাঁকান কেন। তবে খেলার ৩৬ মিনিটে ইংল্যান্ডের পক্ষে স্কোর করেন জে লিনগার্ড। ৪০ মিনিটে আরও একটি আসে স্টোনের শটে। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে পানামার পক্ষে একমাত্ৰ গোল করেন এফ বেলয়। পানামা এদিন কোনও প্ৰতিরোধই গড়ে তুলতে পারেনি প্ৰতিপক্ষের বিরুদ্ধে।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com