Begin typing your search above and press return to search.

এপিএসসি কেলেংকারি,অভিযুক্তদের মুখোমুখি জেরায় সায় আদালতের

এপিএসসি কেলেংকারি,অভিযুক্তদের মুখোমুখি জেরায় সায় আদালতের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  23 Jun 2018 1:17 PM GMT

ঘুষ দিয়ে চাকরি কেনার এপিএসসি কেলেংকারির তদন্ত করছে ডিব্ৰুগড় পুলিশ। কেলেংকারির মূল অভিযুক্ত এপিএসসি-র প্ৰাক্তন চেয়ারম্যান রাকেশ পাল ও অন্যান্য অভিযুক্তদের মুখোমুখি জেরা করার জন্য বিশেষ আদালত সম্মতি জানিয়েছে। ফলে কেলেংকারির তদন্ত যে একটা নতুন মাত্ৰা পাবে তাতে সন্দেহ নেই। উল্লেখ্য,বর্তমানে পাল সহ এই মামলার অন্যান্য অভিযুক্তরা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা সময় নষ্ট না করে গুয়াহাটি সেণ্ট্ৰাল জেলে কয়েকজন অভিযুক্তকে ইতিমধ্যেই জেরা করেছেন।

Next Story
Jobs in Assam
Jobs in Rest of NE
Top Headlines
Assam News