Begin typing your search above and press return to search.
ওরামের বিবৃতির সমালোচনা আক্ৰাসুর

লখিমপুরঃ কোচ রাজবংশী সম্প্ৰদায়ের মানুষ(আক্ৰাসু)উপজাতির মর্যাদার দাবিতে ১৯৬৭ সাল থেকে লড়াই চালিয়ে আসছেন। ৯৬ সালে এই সম্প্ৰদায়কে উপজাতির মর্যাদা দানে একটি প্ৰস্তাব গ্ৰহণ করা হয়েছিল। এরপর প্ৰস্তাব সম্পর্কে সংসদে ৪ বার অর্ডিন্যান্স ইস্যু করা হয়নি। কিন্তু রাজনৈতিক চক্ৰান্তে ওই প্ৰস্তাব আজও আইনে পরিণত হয়নি। এই দাবি সম্পর্কে কেন্দ্ৰীয় মন্ত্ৰী জুয়েল ওরাম উপজাতির মর্যাদা দানে ৪০ বছর সময় লাগবে বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা করেছে আক্ৰাসু। আক্ৰাসু নেতারা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
Next Story