শিলচরঃ লক্ষীপুর ব্লক প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰ সম্প্ৰতি জিরিঘাট পিএস-এর অধীন প্ৰত্যন্ত চামটিলা গ্ৰামে একটি বিনামূল্যের চিকিৎসা শিবির ও সচেতনতা ক্যাম্পের আয়োজন করে। গ্ৰামটি প্ৰত্যন্ত এলাকায় হওয়ায় জিরিঘাট পুলিশ ও এসএসবি ২০ জনের একটি দলকে এসকর্ট দিয়ে ওখানে নিয়ে যায়। চিকিৎসক দলটিকে প্ৰায় ৬ কিমি পথ হেঁটে যেতে হয়। গ্ৰামটি ও রানি কলোনির মোট জনসংখ্যা তিনশো। ক্যাম্পে মোট ৯০ জন রোগীর চিকিৎসা করেন ডাক্তাররা। ৯ মাস থেকে দশ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ডোজ দেওয়া হয়।
Begin typing your search above and press return to search.