Begin typing your search above and press return to search.
কামরূপ জেলার ২৮,৭১১ হেক্টার সংরক্ষিত বনাঞ্চল বেদখলে

গুয়াহাটিঃ কামরূপ(মেট্ৰো)ও কামরূপ যুগ্ম জেলার ২৮,৭১১ হেক্টার সংরক্ষিত বনাঞ্চল বর্তমানে দখলদারদের কবলে রয়েছে। নতুন বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য কী পারবেন এই বনাঞ্চলগুলো দখলমুক্ত করতে এমন প্ৰশ্নও উঠছে। তাঁর উত্তরসূরি সংরক্ষিত বনভূমি মুক্ত করার কোনও চেষ্টাই করেননি।
Next Story