প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্তের নেতৃত্বে অসম আন্দোলন সংগ্ৰামী মঞ্চ(এএএসএম)নাগরিকত্ব বিলের বিরুদ্ধে শুক্ৰবার প্ৰতিবাদ সমাবেশ করে দিঘলিপুখুরিপার থেকে মেঘদূত ভবন অবধি। মঞ্চের সদস্যরা বিলের বিরুদ্ধে রাষ্ট্ৰপতি,প্ৰধানমন্ত্ৰী ও স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর উদ্দেশে প্ৰচুর চিঠি পাঠায়।
নাগরিক বিলের বিরুদ্ধে রাষ্ট্ৰপতির উদ্দেশে প্ৰচুর চিঠি পাঠাল এএএসএম

Next Story