এখন গরমের মরশুম। রোদের প্ৰখর তাপ। এসময়ে সুন্দর ত্বকের পরিচর্যায় মহিলাদের যন্তশীল হওয়া জরুরি। সৌন্দর্য সচেতন প্ৰত্যেক মহিলাই চাইবেন এসময়ে সূর্যের দাবদাহ থেকে নিজের ত্বকের জৌলুস ধরে রাখতে। ত্বকের পরিচর্যায় খরচের বহর বেশি। ভয় নেই। আপনি আপনার বাজেটের মধ্যেই সুন্দর ত্বকের লাবণ্য বজায় রাখতে পারবেন।
এখানে পেশ করা হচ্ছে ত্বকের কিছু পরিচর্যা সামগ্ৰী এবং কোথায় তা পাওয়া যাবেঃ
১. আপনার ত্বকের যত্ন নিন নিউট্ৰোজেনা আলট্ৰা শিয়ার ড্ৰাই-টাচ এসপিএফ ৫০+সানব্লক,৮৮এমএল
নিউট্ৰোজেনা আলট্ৰা শিয়ার ড্ৰাই ত্বক বিশেষজ্ঞদের দ্বারা বিশেষভাবে পরীক্ষিত,যাতে রয়েছে হেলোপ্লেক্স প্ৰযুক্তি,ত্বকের মসৃণতা রক্ষায় এটা একটা বড় সাফল্য। এই প্ৰডাক্ট ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করবে,সূর্যের আলো থেকে বাঁচাবে,সুগন্ধ যুক্ত প্ৰডাক্টটি স্পর্শকাতর ত্বকের ক্ষেত্ৰেও ব্যবহার যোগ্য।
২. ত্বকের জেল্লা বাড়াতে এবং নিজেকে উজ্জ্বল দেখাতে ব্যবহার করুন জেল ক্ৰিম এসপিএফ-২৫,৬০গ্ৰাম।
লোটাস হার্বেল সব ধরনের দূষণ থেকে আপনার ত্বকের সমস্ত ক্ষয়ক্ষতি পুরিয়ে দেবে। সারাক্ষণই ত্বক থাকবে ঝলমলে।
৩. সব ধরনের ত্বকের ক্ষেত্ৰে অনায়াসে ব্যবহার করতে পারেন বায়োটিক বায়ো পাপায়া রেভাইটেলাইজিং টেন রিমোভেল স্ক্ৰাব(৭৫ গ্ৰাম)।
এটা ত্বকের মৃত সেলগুলোকে অপসারণ করতে সাহায্য করবে এবং ত্বককে করবে মসৃণ।
৪. ত্বকের খুঁতগুলো ঘোচাতে ব্যবহার করুন বায়ো-অয়েল স্পেশালিস্ট স্কিন কেয়ার অয়েল,৬০এমএল।
এই তেল মুখমণ্ডলের ত্বককে উজ্জ্বল করবে এবং এনে দেবে জৌলুস।
৫. লেকমি এবসলিউট পারফেক্ট রেডিয়েন্স স্কিন লাইটনিং ফেয়ারনেস ডে ক্ৰিম,৫০ গ্ৰাম ব্যবহারে মুখের সৌন্দয্য বাড়বে।
এটা আপনার ত্বককে মশ্চারাইজ করে প্ৰয়োজনীয় পুষ্টি এনে দেবে।