Begin typing your search above and press return to search.
রূপসী বিমানবন্দর সংস্কারে ভূমি পূজা

ধুবড়িঃ গৌরীপুরের কাছে রূপসী বিমানবন্দর সংস্কারে বুধবার রানওয়েতে ভূমি পূজার আয়োজন করেন এএআই,নির্মাণ কোম্পানির কর্মী ও স্থানীয় মানুষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিমানবন্দর সংস্কারের বরাত দেওয়া হয়েছে। বছর খানেকের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে-বলেন এএআই,গুয়াহাটির ডিজেএম বি পান্ডে।
Next Story