গুয়াহাটিঃ এক সপ্তাহের মধ্যে এএসটিসি কর্মীদের বেতন রিলিজ করার জন্য দিশপুরকে সতর্ক করল রাজ্য পরিবহণ কর্মী সংস্থা(এসটিডব্লিউএ)। অন্যথায় পথে বাস নামানো হবে না। সংস্থার সাধারণ সম্পাদক দ্বিজেন লহকর বলেন,আমরা মার্চ,এপ্ৰিলের বেতন পাইনি। তাই সপ্তাহের মধ্যে বেতন চাই না হলে বাস চলবে না।
সপ্তাহের মধ্যে বেতন না হলে বাস চলবে না, হুমকি এএসটিসি কর্মী সংস্থার

Next Story