গ্যাংটকঃ বিখ্যাত সঙ্গীতকার এবং গায়ক এ আর রহমানকে সিকিম সরকারের ব্ৰ্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করা হয়েছে। ‘আমরা এক বছরের জন্য তাঁকে ওই পদে নিয়োগ করেছি’-জানান সিকিমের পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দপ্তরের মন্ত্ৰী টি গিয়াস্তো।
Begin typing your search above and press return to search.