গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চল থেকে এবার মোট ৩৪০১ জন হজে যাচ্ছেন। আগামি ১৪ থেকে ২২ জুলাই অবধি এঁরা এলজিবিআই বিমান বন্দর থেকে পর্যায়ক্ৰমে জেড্ডার উদ্দেশে পাড়ি দেবেন। বরাক উপত্যকার ৫০০ জন তীর্থযাত্ৰী কলকাতা থেকে তীর্থযাত্ৰায় সামিল হবেন। উত্তর পূর্বাঞ্চলের হজ সমন্বয় কমিটির-চেয়ারম্যান তথা সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন দপ্তরের মন্ত্ৰী রঞ্জিৎ দত্ত বুধবার সাংবাদিকদের একথা জানান।
Begin typing your search above and press return to search.