Breaking News

আধ্যাত্মিক নেতা জেপি ভাসওয়ানি-র জীবনাবসান

Sindhi

আধ্যাত্মিক নেতা জেপি ভাসওয়ানি বৃহস্পতিবার সকালে পুনেতে শেষ নিঃশ্বাস ছাড়েন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। দাদা ভাসওয়ানি নামেই সবার কাছে পরিচিত ছিলেন তিনি। তাঁর জন্ম হয়েছিল ১৯১৮ সালের ২ আগস্ট পাকিস্তানের সিন্ধ প্ৰদেশের হায়দরাবাদে।