এনআরসি-র খসড়া থেকে নাম ছুটদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নয়,কেন্দ্ৰকে সতর্ক করল সুপ্ৰিমকোর্ট

এনআরসি-র খসড়া থেকে নাম ছুটদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নয়,কেন্দ্ৰকে সতর্ক করল সুপ্ৰিমকোর্ট

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়ায় যাদের নাম ওঠেনি তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্ৰহণ না করতে সুপ্ৰিমকোর্ট কেন্দ্ৰকে সতর্ক করে দিয়েছে। কেন্দ্ৰ খসড়া থেকে নাম ছুট ৪০ লক্ষ মানুষের বায়োমেট্ৰিক ডাটা সংগ্ৰহের প্ৰস্তাব রাখলে সর্বোচ্চ আদালত এই সব ব্যক্তিদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা গ্ৰহণ থেকে বিরত থাকতে সতর্ক করে দেয় সরকারকে।

কেন্দ্ৰের হয়ে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল নামছুট ৪০ লক্ষ মানুষের বিস্তারিত বায়োমেট্ৰিক তথ্য সংগ্ৰহের প্ৰস্তাবটি রাখেন কোর্টে। বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি রোহিংটন এফ নরিম্যানকে নিয়ে গঠিত বেঞ্চ কেন্দ্ৰের প্ৰস্তাবটি নিয়ে শুনানিকালে এসম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকার করে।

‘এই মুহূর্ত আমরা কোনও মন্তব্য করব না। কিন্তু আমাদের নীরবতার মানে এটা নয় যে এসম্পর্কে সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা সমর্থন করছি অথবা আশ্বাস দিচ্ছি। তবে বিষয়টি আমরা বিবেচনা করবো’-বলেছে বেঞ্চ। নাম ছুটদের দাবি ও আপত্তি স্বচ্ছভাবে খতিয়ে দেখতে বলেছে কোর্ট,যাতে প্ৰকৃত ভারতীয়দের নাম এনআরসিতে ঠাঁই পায়। এসম্পর্কে কেন্দ্ৰীয় সরকারকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্ৰসিডিওর(এসওপি)প্ৰস্তুত করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com