চাকা বনধে অচল অসম সহ সারা দেশের স্বাভাবিক জীবন

চাকা বনধে অচল অসম সহ সারা দেশের স্বাভাবিক জীবন

সারা ভারত মোটর পরিবহণ সংস্থার ডাকে ২৪ ঘণ্টা চাকা বনধে মঙ্গলবার সারা দেশ এবং অসমের স্বাভাবিক জীবন পঙ্গু হয়ে পড়ে। মোটর ভেহিকলস সংশোধনী বিলের বিরুদ্ধে এই ধর্মঘটের ডাক দেয় তারা। বিলটি সম্প্ৰতি লোকসভায় পাস হয়েছে। এখন বিলটি রাজ্যসভায় পাসের প্ৰতীক্ষায় রয়েছে। প্ৰতিবাদকারীরা বর্ধিত ইনস্যুরেন্স প্ৰিমিয়াম প্ৰত্যাহার এবং পেট্ৰোলজাত পণ্যের মূল্যবৃদ্ধিতে লাগাম পরানোর দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়।

আরএসএস এর সঙ্গে সংযোগ থাকা ভারতীয় মজদুর সংঘ(বিএমএস)ছাড়া প্ৰায় সবকটি ট্ৰেড ইউনিয়ন প্ৰতিবাদে অংশ নিয়েছে। মোটর ভেহিকলস বিলটি ইতিমধ্যেই লোকসভায় পাস হলেও রাজ্যসভায় বিরোধীরা বিলের বিরুদ্ধে একজোট হওয়ায় বিল পাসে বাধার সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। সংসদে বিলটি পাস হলে মোটর ভেহিকলসের নির্দিষ্ট কিছু ক্ষমতা রাজ্য থেকে কেন্দ্ৰের হাতে চলে যাবে।

এদিন মহানগরী গুয়াহাটিতে চাকা বনধের ব্যাপক প্ৰভাব পড়ে। বেসরকারি বাসগুলি পথে না নেমে চাকা বনধের প্ৰতি পূর্ণ সমর্থন জানায়। তবে অসম রাজ্য পরিবহণের(এএসটিসি)সিটিবাস সেবা অব্যাহত থাকে। কিন্তু ভিড়ের জন্য যাত্ৰীদের নাকানিচোবানি খেতে হয়। অটো এবং ই-রিকশাগুলি চলাচল করেছে যথারীতি।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com