জমির অভাবে মার খাচ্ছে সৌর বিদ্যুৎ প্ৰকল্প

জমির অভাবে মার খাচ্ছে সৌর বিদ্যুৎ প্ৰকল্প

রাজ্যে ২০১৯-২০ সাল পর্যন্ত ৫৯০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদনে বিদ্যুৎ বিভাগ লক্ষ্যমাত্ৰা ঠিক করলেও ওই লক্ষ্যে পৌঁছনো যাবে না।কারণ,গোয়ালপাড়া ছাড়া আর কোনও জেলা প্ৰয়োজনীয় জমি দিতে পারেনি। এপিজিসিএল-এর এক পদস্থ কর্তা বলেন,১ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৫ বিঘা জমির প্ৰয়োজন।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com