ত্ৰিপুরা চা উন্নয়ন নিগম নিজস্ব চা নিলাম কেন্দ্ৰ খুলবে

ত্ৰিপুরা চা উন্নয়ন নিগম নিজস্ব চা নিলাম কেন্দ্ৰ খুলবে

গুয়াহাটি,কলকাতার ওপর নির্ভরতা এড়িয়ে চা নিলাম থেকে মুনাফা পেতে ত্ৰিপুরা চা উন্নয়ন নিগম(টিটিডিসি)নিজস্ব চা নিলাম কেন্দ্ৰ খুলতে চাইছে।রাজ্য বার্ষিক ৩৫ মিলিয়ন কেজি চা উৎপাদন করছে এবং চায়ের মোটা ভাগই অসম,পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে নিলামের জন্য।কমলাসাগর,ব্ৰহ্মকুণ্ড,মাছমারার ৫৮টি বাগানের মধ্যে মাত্ৰ ৩টি চালাচ্ছে টিটিডিসি।ব্যক্তি মালিকানায় ৪২টি,১০টি বাগান চলছে সমবায় সংস্থাগুলির দ্বারা।প্ৰোসিসিং প্ল্যাণ্টে বছরে উৎপাদন হচ্ছে প্ৰায় ৮৮লক্ষ কেজি চা।তাই রাজ্যে চা শিল্পকে লাভজনক উদ্যোগে পরিণত করতে এই প্ৰয়াস।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com