ভারতীয়-অস্ট্ৰেলিয়ান অক্ষয় ভেঙ্কেটেশ ফিল্ডস মেডেল খেতাব জিতলেন

ভারতীয়-অস্ট্ৰেলিয়ান অক্ষয় ভেঙ্কেটেশ ফিল্ডস মেডেল খেতাব জিতলেন

দিল্লিতে জন্ম নেওয়া ৩৬ বছর বয়সী অস্ট্ৰেলিয়ান গণিতজ্ঞ এবছর অঙ্কশাস্ত্ৰের সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মান ফিল্ডস মেডেল খেতাব অর্জন করেছেন। ৪০ অনূর্ধ্ব দুই থেকে চারজন গণিতজ্ঞকে চার বছর অন্তর এই মর্যাদাসম্পন্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে। ইণ্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল ইউনিয়নের(আইএমইউ)আন্তর্জাতিক কংগ্ৰেস এই পুরস্কার দিয়ে আসছে। ফিল্ডস মেডেল গণিতশাস্ত্ৰে বিশ্বের সর্বোচ্চ সম্মান হিসেবে স্বীকৃত।

আইএমইউ প্ৰতি চার বছর অন্তর এক বৈঠকে পুরস্কারের উত্তরাধিকারীদের নির্বাচন করে আসছে। এই পুরস্কার গণিতশাস্ত্ৰে নোবেল পুরস্কার হিসেবে খ্যাত। ভেঙ্কটেশ ১৩ বছর বয়সে তাঁর স্কুল শিক্ষা শেষ করেন। ২০ বছর বয়সে পিএইচডিও সেরে ফেলেন। ভেঙ্কেটেশের এই সম্মান প্ৰাপ্তি ভারতের কাছে খুবই গৌরবের। আরও যে তিনজন মর্যাদাসম্পন্ন এই পুরস্কার পেয়েছেন তাঁরা হলেন ক্যামব্ৰিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরানের কুর্দিশ বংশোদ্ভূত কৌচের বিরকাল,ইটালিয়ান গণিতজ্ঞ আলিসিও ফিগালি ও পিটার স্কোলজ,যিনি জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com