মহিলা অপহরণের ঘটনায় সর্বোচ্চে অসমঃ সংসদীয় কমিটি

মহিলা অপহরণের ঘটনায় সর্বোচ্চে অসমঃ সংসদীয় কমিটি

গুয়াহাটিঃ অপহারক ও মানব পাচারকারীদের মধ্যে সম্ভাব্য অশুভ আঁতাত একটা বিপজ্জনক প্ৰবণতা হয়ে দাঁড়িয়েছে। অসমে ৮০ শতাংশের বেশি অপহরণের ঘটনার শিকার অধিকাংশই মহিলা। কংগ্ৰেস সাংসদ পি চিদম্বরমের নেতৃত্বাধীন স্বরাষ্ট্ৰ বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সঙ্গে সম্পর্কিত একটি বিভাগ উত্তরপূর্বের নিরাপত্তা পরিস্থিতির ওপর সাম্প্ৰতিক এক রিপোর্টে একথা উল্লেখ করেছে। বিভাগটি অসমে মহিলা অপহরণের ঘটনা এত বেশি হওয়ার কারণ খুঁজতে একটা আন্তঃরাজ্য তদন্তকারী দল গঠনের প্ৰয়োজন রয়েছে বলে সুপারিশ করেছে।

Related Stories

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com