মেঘালয়েও ১৫ দিনের জন্য চালানি মাছ নিষিদ্ধ

মেঘালয়েও ১৫ দিনের জন্য চালানি মাছ নিষিদ্ধ

শিলং: মেঘালয় সরকারও রাজ্যে চালানি মাছের আমদানি ১৫ দিনের জন্য নিষিদ্ধ করেছে সোমবার। মাছের নমুনা অসমে পাঠানোর পর তা পরীক্ষার সময়ে মাছে ফরমালিন ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্ৰী পিটার ডব্লিউ ইংতি বলেন,বাইরে থেকে আসা মাছে ফরমালিন জাতীয় রাসায়নিক মিশ্ৰিত থাকার জন্যই ১৫ দিন এজাতীয় মাছ আমদানি ও বিক্ৰি নিষিদ্ধ করা হয়েছে। জনস্বাস্থ্যের প্ৰতি লক্ষ্য রেখে এই ঘোষণা করা হয়।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com