লোকসভার প্ৰাক্তন অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জির জীবনাবসান

লোকসভার প্ৰাক্তন অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জির জীবনাবসান

কলকাতাঃ লোকসভার প্ৰাক্তন অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জি(৮৯)সোমবার সকাল ৮টা নাগাদ কলকাতায় মারা গেছেন। ভারতীয় কমিউনিস্ট পার্টির(মার্ক্সবাদী)নেতা চ্যাটার্জি বিভিন্ন রোগে ভুগেছিলেন। সোমবার তিনি হৃদরোগে আক্ৰান্ত হন। কলকাতার বেলভিউ ক্লিনিকে তাঁকে ভেন্টিলেটার সাপোর্টে রাখাস হয়েছিল। যকৃতের রোগেও ভুগছিলেন তিনি।

বারোজন ডাক্তার তাঁর চিকিৎসা করছিলেন। গতমাসে হেমরহ্যাজিক স্ট্ৰোকে আক্ৰান্ত হওয়ায় তাঁকে ৪০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। তদানীন্তন ইউপিএ সরকারের আমলে ২০০৪-থেকে ২০০৯ পর্যন্ত তিনি লোকসভার অধ্যক্ষ ছিলেন। ১৯৯৬ সালে সেরা সাংসদবিদ হিসেবে পুরস্কৃত হন তিনি। চ্যাটার্জির রাজনৈতিক জীবন মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না।

বামদলগুলি ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার সময় চ্যাটার্জি লোকসভার অধ্যক্ষ পদ ছাড়তে অস্বীকার করায় সিপিআই(এম)তাঁকে দল থেকে বহিষ্কার করেছিল। ৪০ বছর তিনি সিপিআই(এম)দলের সদস্য ছিলেন। ক্যামব্ৰিজ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্ৰি অর্জন করেছিলেন তিনি।

লন্ডনের মিডল টেম্পল বার থেকেও ডাক পেয়েছিলেন চ্যাটার্জি। প্ৰবীণ এই নেতা ১৯৮৪ সালে একবারই যাদবপুর কেন্দ্ৰে মমতা ব্যানার্জির কাছে হেরেছিলেন। চ্যাটার্জি স্ত্ৰী ও একপুত্ৰ ও এক কন্যা রেখে গেছেন। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী সহ অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্ৰকাশ করেছেন।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com