সীমান্তে অসাধু কার্যকলাপ রোধে শূন্য সহিষ্ণু নীতি গ্ৰহণ করল ভারত-বাংলাদেশ

সীমান্তে অসাধু কার্যকলাপ রোধে শূন্য সহিষ্ণু নীতি গ্ৰহণ করল ভারত-বাংলাদেশ

আগরতলাঃ ভারত-বাংলাদেশ সীমান্তে অস্ত্ৰ,বিস্ফোরক এবং মাদক দ্ৰব্যের চোরাচালান ও মানব পাচার ঠেকাতে উভয় দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী শূন্য সহিষ্ণু নীতি গ্ৰহণ করেছে। সীমান্ত সহযোগিতা সম্পর্কে ৪ দিনের সম্মেলন শেষে সরকারি কর্মকর্তা বুধবার এখানে একথা জানান। ‘ওই সম্মেলনে সীমান্তে সব রকমের অসাধু কার্যকলাপ প্ৰতিরোধে শূন্য সহিষ্ণু নীতি গ্ৰহণের সিদ্ধান্ত নেয় উভয় পক্ষ’। বিজিবি-র অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মহম্মদ জাহিদ হাসান সাংবাদিকদের একথা জানান।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com