Begin typing your search above and press return to search.
অম্বুবাচিতে কামাখ্যা মন্দির প্লাস্টিক মুক্ত রাখার আহ্বান জেলাশাসকের

গুয়াহাটিঃ কামরূপের(মেট্ৰো)জেলাশাসক কামাখ্যা মন্দিরে আসন্ন অম্বুবাচি মেলায় কোনও ধরনের প্লাস্টিক ব্যবহার না করতে জনগণের প্ৰতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বৈঠকে জেলাশাসক বীরেন্দ্ৰ মিত্তাল জানান খাদ্য,জল সরবরাহকারী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি তীর্থযাত্ৰীদের যেন বুঝিয়ে বলেন যে তারা যেন কোনও প্লাস্টিক জাতীয় সামগ্ৰী মন্দির প্ৰাঙ্গণে ব্যবহার না করেন। মন্দির চত্বর যেন প্লাস্টিক মুক্ত থাকে। তীর্থযাত্ৰীদের জন্য খাদ্য প্ৰস্তুতকরণের কাজ স্বাস্থ্যসম্মত করার ওপর তিনি গুরুত্ব দেন।
Next Story