অম্বুবাচি মেলায় ১ লক্ষ ভক্তের থাকার ব্যবস্থা

অম্বুবাচি মেলায় ১ লক্ষ ভক্তের থাকার ব্যবস্থা

Published on

গুয়াহাটিঃ কামাখ্যায় অম্বুবাচি মেলার উদ্বোধন হয়ে গেছে ইতিমধ্যেই। অম্বুবাচি উপলক্ষে নির্ধারিত শিবিরে এপর্যন্ত প্ৰায় একলক্ষ ভক্ত ও তীর্থযাত্ৰীর থাকার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার একথা জানান রাজ্য পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারপারসন জয়ন্তমল্ল বরুয়া। এদিকে গুয়াহাটির পুলিশ কমিশনার হিরেন চন্দ্ৰ নাথ জানান তীর্থযাত্ৰীরা যাতে শান্তিতে চলাফেরা করতে পারেন তা দেখার জন্য অসম পুলিশ ও সিআরপিএফ-এর ৩০০ মহিলা নিরাপত্তা কর্মী মন্দির চত্বর ও আশপাশে মোতায়েন করা হয়েছে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com