Begin typing your search above and press return to search.
অসমে গন্ডার বাঁচাতে বিশেষ সশস্ত্ৰ বাহিনী গঠন

গুয়াহাটিঃ অসমের গৌরব ‘এক খড়গ গন্ডার’ সুরক্ষায় রাজ্য সরকার একটি বিশেষ সশস্ত্ৰ বাহিনী গঠন করেছে। এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বুধবার এখানে অসম প্ৰশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে ৯০ জন যুবককে কনস্টেবল হিসেবে নিয়োগপত্ৰ বিতরণ করেন। এই যুবকদের নিয়েই গড়া হচ্ছে ‘বিশেষ গন্ডার সুরক্ষা বাহিনী’(এসআরপিএফ)।চোরা-শিকারিদের খপ্পর থেকে গন্ডার বাঁচাতেই এই পদক্ষেপ সরকারের। কাজিরঙা,ওরাং ও মানস জাতীয় উদ্যানে গন্ডার সুরক্ষায় বিশেষভাবে কাজে লাগানো হবে এই বাহিনীকে।
Next Story