ইটানগরঃ ইটানগর জেলা প্ৰশাসন বৈধ ইনার লাইন পারমিট(আইএলপি)না থাকায় মোট ১৩৫ জন ব্যক্তিকে আটক করে ওই দিনই বহিষ্কার করে। আইএলপি না থাকাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ দিয়েছেন ডিসি। নির্মাণ সংস্থাগুলোকে বাইরে আনা শ্ৰমিকদের আইএলপি থাকা সুনিশ্চিত করতে বলেছেন জেলাশাসক।
Begin typing your search above and press return to search.