আগস্টের শেষাশেষি রাজ্যে আধার রূপায়ণ প্ৰক্ৰিয়া শুরু হবে। মুখ্যসচিব টিওয়াই দাসের পৌরোহিত্যে আধার রূপায়ণ কমিটির সাম্প্ৰতিক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ সংখ্যার এই ইউনিক আইডেনটিফিকেশন নম্বর ভারত সরকার প্ৰত্যেক ভারতীয়কে ইস্যু করে আসছে। উদাই এব্যাপারে জিএডিকে রাজ্য রেজিস্ট্ৰারের দায়িত্ব দিয়েছে। আধার রূপায়ণে রাজ্যকে ১০ জোনে ভাগ করা হয়েছে। আধারে নাম অন্তর্ভুক্তির জন্য ১২৪১টি কেন্দ্ৰ খোলা হবে। মানুষ ওই সব কেন্দ্ৰে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এখন আধারে নাম অন্তর্ভুক্তির শেষ সীমা ২০১৯-এর মার্চ পর্যন্ত।
Begin typing your search above and press return to search.