আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা স্পেনের ইনিয়েস্তার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা স্পেনের ইনিয়েস্তার
Published on

মস্কোঃ স্পেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্ৰেস ইনিয়েস্তা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্ৰহণের কথা ঘোষণা করেছেন। রবিবার ফিফা বিশ্বকাপে আয়োজক দেশ রাশিয়ার কাছে পেনাল্টি শুট আউটে স্পেনের পরাজয়ের পরপরই ইনিয়েস্তা একথা ঘোষণা করেন। ‘জাতীয় দলে এটাই আমার শেষ ম্যাচ,তবে ব্যক্তিগত পর্যায়ে একটা চমকপ্ৰদ অধ্যায়ের অবসান ঘটল’। ২০১০ সালে বিশ্বকাপ বিজয়ী দল স্পেনের একমাত্ৰ হিরো লুজনিকি স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে কথাগুলি বলেন। ‘এটা খুবই লজ্জার,আমরা পেনাল্টি মিস করেছি-এর জন্য আমরাই দায়ী’-বলেন তিনি।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com