গুয়াহাটিঃ আমচাং অভয়ারণ্যের উচ্ছেদিত ৬৮০ মধ্যে ৩০০-র বেশি পরিবার নিজেদের ‘প্ৰকৃত ভূমিহীন’ দাবি করে দিশপুরকে হলফনামা দাখিল করেন। সেইসঙ্গে দ্ৰুত পুনর্বাসনের দাবিও জানান তাঁরা। প্ৰকৃত ভূমিহীনদের পুনর্বাসন দেওয়ার দিশপুরের সিদ্ধান্তের পরই উচ্ছেদিত পরিবারগুলো হলফনামা পেশ করে।
Begin typing your search above and press return to search.