নয়াদিল্লিঃ কেন্দ্ৰের এনডিএ সরকারের বিরুদ্ধে কংগ্ৰেসের আনা অনাস্থা প্ৰস্তাব ১৯৯ ভোটের সন্তোষজনক ব্যবধানে খারিজ হয়ে গেল,শুক্ৰবার লোকসভায় দীর্ঘ ১২ ঘণ্টা ম্যারাথন বিতর্কের পর। সরকারের পক্ষে ভোট পড়ে ৩২৫টি। বিরোধীরা মাত্ৰ ১২৬ ভোট কুড়োয়। ভোটাভুটিতে অংশ নেন মোট ৪৫১ জন সাংসদ। এরআগে প্ৰধানমন্ত্ৰী মোদি তাঁর জবাবি ভাষণে কংগ্ৰেসকে তুলোধোনা করেন। মোদি বলেন,নিজেদের ওপর কংগ্ৰেসের আস্থা নেই। তারা সরকারের ওপর কী করে আস্থা রাখবে। আমি কংগ্ৰেস সভাপতির চোখে চোখ রাখতে পারি না বলে রাহুলের মন্তব্যের জবাবে মোদি বলেন,আমি নামদার নই,গরিব ঘর থেকে উঠে আসা। গরিবের উন্নয়নই আমার লক্ষ্য। এদিন কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী নিজের ভাষণ শেষে আচমকাই প্ৰধানমন্ত্ৰীকে জড়িয়ে ধরেন যা সংসদের ইতিহাসে এক বিরল মুহূর্ত।
Begin typing your search above and press return to search.