উজানে সেনা অভিযানে গ্ৰেপ্তার আলফা(আই)সদস্য দেবেন হাজরিকা

উজানে সেনা অভিযানে গ্ৰেপ্তার আলফা(আই)সদস্য দেবেন হাজরিকা

Published on

সেনাবাহিনীর দাও ডিভিশনের জোওয়ানরা উজান অসমের সেপনে অভিযান চালিয়ে আলফা(আই)সদস্য দেবেন হাজরিকাকে গ্ৰেপ্তার করেছে। রাজপুতনা রাইফেলসের নবম ব্যাটেলিয়ন এবং মরান পুলিশ মঙ্গলবার ভোরে যৌথ তল্লাশি অভিযানে নেমে হাজরিকাকে গ্ৰেপ্তার করে। ডিব্ৰুগড় ও তিনসুকিয়ায় আলফা(আই)ক্যাডারের প্ৰকাশ্যে ঘুরে বেড়ানোর খবর গোয়েন্দা সূত্ৰে পাওয়ার পরই সেনা ও পুলিশ অভিযানে নামে। গতকাল সেপন-ডিমৌ-সড়ক ধরে বাইকে যাওয়ার সময় দেবেনকে গ্ৰেপ্তার করা হয়। একটি ৯এমএম পিস্তল,৫ রাউন্ড গুলি সহ একটি ম্যাগজিন তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com