Begin typing your search above and press return to search.
উপজাতির মর্যাদার দাবিতে ৩ মন্ত্ৰীর কুশপুতুল দাহ আক্ৰাসুর

টংলাঃ তফশিলি উপজাতির(এসটি)মর্যাদার দাবিতে সারা কোচ রাজবংশী ছাত্ৰ সংস্থা(আক্ৰাসু)ওদালগুড়ি জেলা কমিটি টংলা ও ভেরগাঁওয়ের সদস্যদের সঙ্গে একযোগে মঙ্গলদৈ-ভুটিয়াচাং সড়ক অবরোধ করে। তারা টংলা এইচএস স্কুল প্ৰাঙ্গণে শুক্ৰবার উপজাতি বিষয়ক মন্ত্ৰী জুয়েল ওরাম,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের কুশপুতুল পোড়ায় দাবি পূরণ না করায়। বিক্ষোভকারীরা উপজাতির মর্যাদা না পেলে বিশ্ৰাম নেবে না,বিজেপি গো ব্যাক ইত্যাদি শ্লোগান দেয়। মন্ত্ৰী ওরামের বিবৃতির সমালোচনা করেছে তারা।
Next Story