নয়াদিল্লিঃ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীকে সোমবার এইমসে ভর্তি করা হয়েছে রুটিন চেকআপের জন্য। তার অবস্থা স্থিতিশীল। বিজেপি ও হাসপাতাল সূত্ৰে এখবর জানানো হয়। দুবার তিনি দেশের প্ৰধানমন্ত্ৰী হয়েছিলেন। স্বাস্থ্যজনিত কারণে সক্ৰিয় রাজনীতি থেকে সরেঁ দাড়ান কয়েক বছর আগে।