Begin typing your search above and press return to search.
কফ সিরাপ,অল্টোগাড়ি বাজেয়াপ্ত,ধৃত ১

গুয়াহাটিঃ অর্থনৈতিক অপরাধ তদন্ত ব্যুরোর(বিআইইও)একটি দল মহানগরীর বেহরবারি এলাকায় আবেদুর রহমান নামে এক ব্যক্তির হেফাজত থেকে দুই কার্টুন কফ সিরাপ বাজেয়াপ্ত করেন। ভাড়া বাড়িতে থেকে আবেদুর এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল। আবেদুরের কাছ থেকে বিআইইও দলটি একটি অল্টো গাড়িও বাজেয়াপ্ত করে। অবৈধ ব্যবসার জন্য লোকটিকে গ্ৰেপ্তার করেছে তারা।
Next Story