কেরলে বন্যা,ভূমিস্খলনে ২৬ জনের মৃত্যু

কেরলে বন্যা,ভূমিস্খলনে ২৬ জনের মৃত্যু
Published on

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্ৰভাবে গত ৪৮ ঘণ্টার অবিশ্ৰান্ত বৃষ্টিতে দক্ষিণী রাজ্য কেরলে বন্যা ভয়ঙ্কর রূপ নেয়। ২৪টি বাঁধের বাড়তি জল ছাড়ায় বন্যা ও ভূমিস্খলনে এপর্যন্ত কমপক্ষেও ২৬ জন প্ৰাণ হারান। বন্যায় ইদুকি জেলায় ১১ জন,মালাপ্পুরমে ৬ জন,কোঝিকোডে ২জন,ওয়ানাদে ১ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্ৰী পিনারাই বিজয়ন একথা জানিয়ে বলেন,কেরলের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। দুদিনের টানা বৃষ্টিতে ইদুকি রিজার্ভারের জলস্তর উপরে উঠে এসেছে। বিভিন্ন স্থানে ভূমিস্খলনে ব্যাপক ক্ষতি হয়েছে। ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের(এনডিআরএফ)চারটি দল জলবন্দীদের উদ্ধারে নেমেছে। কেরলের বন্যাপীড়িতদের সাহায্যে তামিলনাডু সরকার ৫ কোটি টাকা সাহায্য ঘোষণা করেছে।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com