BreakingNews
গুয়াহাটিতে ক্যান্সার চিকিৎসায় ডিআইএনসি ব্যবস্থা উদ্বোধন করলেন রতন টাটা
গুয়াহাটিঃ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধীনস্থ ক্যান্সার ইউনিটে রবিবার ডিজিটাল ইনফোরমেশন নার্ভ সেণ্টার(ডিআইএনসি)উদ্বোধন করলেন দেশের প্ৰখ্যাত শিল্পপতি রতন টাটা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ছিলেন তাঁর সঙ্গে। হিমন্ত বলেন,এই ব্যবস্থার মাধ্যমে দেশের যেকোনও স্থানের ডাক্তরদের সঙ্গে স্থানীয় চিকিৎসকরা চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে পারবেন। রোগীর সব তথ্য এতে ধরে রাখা যাবে।