গুয়াহাটির দাতালপাড়া থেকে দুই বাইক চোর গ্ৰেপ্তার

গুয়াহাটির দাতালপাড়া থেকে দুই বাইক চোর গ্ৰেপ্তার
Published on

গুয়াহাটিঃ ফাটাশিল আমবাড়ি পুলিশ বৃহস্পতিবার শহরের দাতালপাড়া থেকে দুই বাইক চোরকে গ্ৰেপ্তার করেছে। ধৃত বাইক চোরদ্বয়ের নাম শান্তনু শইকিয়া ও পবিত্ৰ দাস। পুলিশ এদের কাছ থেকে এএস ০১ডি-৮৪৯৪ এবং এএস ২৫এফ ৯৯০৫ নম্বরের দুটি স্কুটি উদ্ধার করেছে। অন্যদিকে ফাটাশিল পুলিশ এদিন একটি যুবককে মারধর এবং একটি কিশোরকে ব্লেড দিয়ে আক্ৰমণ করার অভিযোগে আনিশরাজ আনসারি নামে এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। গত ২৬ জুন এই দুটো ঘটনা ঘটানোর পর আনসারি গা ঢাকা দিয়েছিল।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com