গুয়াহাটির বশিষ্ঠ থেকে এটিএম লুটের চেষ্টা,গ্ৰেপ্তার যুবক

গুয়াহাটির বশিষ্ঠ থেকে এটিএম লুটের চেষ্টা,গ্ৰেপ্তার যুবক

Published on

গুয়াহাটিঃ বশিষ্ঠ পুলিশ বুধবার রাত ১-৫৫ মিনিট নাগদ বেলতলায় থাকা আইসিআইসিআই ব্যাংকের একটি এটিএম লুট করার সময় এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করে। ধৃত ব্যক্তিটিকে অরিজিৎ দে নামে শনাক্ত করা হয়েছে। পুলিশ সূত্ৰের মতে,আইসিআইসিআই ব্যাংকের মুম্বাই অফিস থেকে ঘটনা সম্পর্কে একটি ফোন পেয়েই পুলিশ তড়িঘড়ি ছুটে যায় এবং হাতেনাতে যুবকটিকে গ্ৰেপ্তার করে। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্ৰেটের আদালতে তোলার পর কোর্ট তাকে জেলে পাঠায়।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com