গুয়াহাটির ৬ মাইলে পথঘাট ও নর্দমা পরিদর্শন হিমন্তের

গুয়াহাটির ৬ মাইলে পথঘাট ও নর্দমা পরিদর্শন হিমন্তের
Published on

পূর্তমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা রবিবার ভিআইপি রোড সহ শহরের ৬ মাইল এলাকার পথঘাট পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন পদস্থ পূর্ত কর্মীরা। তিনি এলাকার নালা ও নির্মীয়মাণ কালভার্টগুলিও পরিদর্শন করেন। শর্মা পূর্ত কর্মীদের নির্মাণের কাজ যুদ্ধকালীন ক্ষিপ্ৰতার সঙ্গে শেষ করার নির্দেশ দেন।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com