গোলাঘাটে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সোচ্চার প্ৰতিবাদ এজেওয়াইপি-র

গোলাঘাটে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সোচ্চার প্ৰতিবাদ এজেওয়াইপি-র
Published on

গোলাঘাটঃ অসম জাতীয়তাবাদী যুব পরিষদের(এজেওয়াইপি)গোলাঘাট টাউন কমিটি বৃহস্পতিবার নাগরিক বিলের কপি দাহ করে। তাঁরা প্ৰধানমন্ত্ৰী ও মুখ্যমন্ত্ৰীর কুশপুতুলও পোড়ায় বিলের বিরোধিতায়। এদিন জেলা বাও গণতান্ত্ৰিক মোর্চাও বিলের বিরুদ্ধে প্ৰতিবাদ মিছিল বের করে।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com