চলন্ত ট্ৰেনে গত ৪৮ঘণ্টায় উপর্যুপরি দুই মহিলাকে ধর্ষণ ও খুনের ঘটনার মূল অভিযুক্তকে বৃহস্পতিবার রেল পুলিশের সহযোগিতায় গ্ৰেপ্তার করে অসম পুলিশ।অভিযুক্তের নাম বিকাশ দাস।তিনসুকিয়া রেলস্টেশন থেকে প্ৰাথমিকভাবে যুবকটিকে তুলে আনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্ৰেপ্তার করা হয়।যুবকটি ইতিমধ্যেই পুলিশের কাছে তার অপরাধ কবুল করেছে।পুলিশ জানায় ওই দিনও যুবকটি অনুরূপ কাজ করার ছক কষেছিল।এই নারকীয় কাণ্ডের অন্য এক অভিযুক্ত ফেরার।মৃতদের কাছ থেকে চুরি করা মোবাইল সহ অন্যান্য সামগ্ৰী দাসের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
Begin typing your search above and press return to search.