Begin typing your search above and press return to search.
জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন বলবত হলো

শ্ৰীনগরঃ রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের অনুমোদনের প্ৰেক্ষিতে বুধবার থেকে জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন বলবত হয়েছে।পিডিপি নেতৃত্ত্বাধীন রাজ্য সরকারের উপর থেকে বিজেপি সমর্থন তুলে নেওয়ায় মেহবুবা মুফতি ইস্তফা দেন।ফলে সরকারের পতন ঘটে।রাজ্যপাল এনএন ভোরা রাজ্যপালের শাসনের জন্য মঙ্গলবারই রাষ্ট্ৰপতির অনুমোদন চেয়েছিলেন।জম্মু ও কাশ্মীরের সংবিধানে রাজ্যে ছমাসের জন্য রাজ্যপালের শাসনের ব্যবস্থা রয়েছে।এই ছমাসের মধ্যে নির্ধারিত কোনও সরকার রাজ্যের ক্ষমতায় আসতে ব্যর্থ হলে রাজ্য রাষ্ট্ৰপতি শাসনের অধীনে চলে যাবে।
Next Story