ট্ৰেনে দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ ডিজিপি-র

ট্ৰেনে দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ ডিজিপি-র
Published on

রাজ্যে দুটো ট্ৰেনে পরপর ২মহিলাকে ধর্ষণ,খুনের ঘটনা রেলস্টেশন,ট্ৰেনে নিরাপত্তার ফাঁকফোকড়ের চিত্ৰ তুলে ধরছে।যাত্ৰী নিরাপত্তা নিয়ে শুক্ৰবার রেলের পদস্থ কর্তাদের সঙ্গে এক বৈঠকের পর ডিজিপি কুলধর শইকিয়া বলেন,বিভিন্ন নেসা দ্ৰব্যের মাধ্যমে যাত্ৰীদের বেহুঁশ করে যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা এবং প্ল্যাটফর্মে বৈধ অনুমতিহীন ভেন্ডর,হকারদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি।রাজ্যের ২৩০টি রেলস্টেশনের মধ্যে ১২টিতে সিসিটিভি রয়েছে।আরও ৮টি স্টেশনে সিসিটিভি বসানো হবে-জানান রেলকর্তা এমএম মিশ্ৰ।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com