Begin typing your search above and press return to search.

ডকমকা কাণ্ড,গ্ৰেপ্তার আরও ৫ অভিযুক্ত

ডকমকা কাণ্ড,গ্ৰেপ্তার আরও ৫ অভিযুক্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 Jun 2018 12:43 PM GMT

গুয়াহাটিঃ অভিজিৎ নাথ ও নীলোৎপল দাসের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কার্বি আংলং পুলিশ সোমবার আর পাঁচ অভিযুক্তকে গ্ৰেপ্তার করেছে। ধৃতরা হলো রাইকম তিমুং,মেনসিং ক্ৰো,রবেন মেচ,বিকরাম হানসে ও প্ৰতাপ ক্ৰো। এই নিয়ে ডকমকা কাণ্ডে গ্ৰেপ্তারের সংখ্যা বেড়ে ৩৬-এ দাঁড়াল। কার্বি আংলঙের এসপি ভি শিবপ্ৰসাদ জানান,‘তদন্তের কাজ প্ৰায় শেষের দিকে। তবে আরও কয়েকজন অভিযুক্তকে আমরা গ্ৰেপ্তারের চেষ্টা করছি’। উল্লেখ্য,গত ৮জুন ডকমকার পানজুরি গ্ৰামে ছেলেধরা সন্দেহে উম্মত্ত জনতা অভিজিৎ,নীলোৎপলকে পিটিয়ে হত্যা করেছিল।

Next Story