ডিফু রেল স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান

ডিফু রেল স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান
Published on

ডিফুঃ ইন্টিগ্ৰেটেড মাউণ্টেন ইনিসিয়েটিভ অ্যান্ড জিরো ওয়েস্ট মাউন্টেনের উদ্যোগে শনিবার ডিফু রেল স্টেশন ও শহরের অন্য স্থানে সাফাই অভিযান চালানো হয়। বিশ্ব পরিবেশ দিবসের প্ৰতি লক্ষ্য রেখে ‘প্লাস্টিক দৃষণ’ রোধে এই অভিযান চালায় তারা। ৯০০-র বেশি সংগঠন এতে সহযোগিতা করে।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com