উত্তর লখিমপুরের ৩রাজস্ব সার্কলের ২৩গ্ৰামে বন্যা থাবা বসিয়েছে।এদিকে বন্যা কবলিত ১২টি রাজস্ব সার্কলের ৮২টি গ্ৰামে ৪৫,৪৫২জন মানুষ ক্ষতিগ্ৰস্ত হয়েছেন।বন্যাক্ৰান্ত সাত জেলা হলো ধেমাজি,লখিমপুর,বরপেটা,চিরাং,কোকরাঝাড়,মাজুলি ও ডিব্ৰুগড়।রাজ্যের উত্তরাঞ্চল ও অরুণাচল প্ৰদেশে অবিশ্ৰান্ত বৃষ্টির ফলে জিয়াঢল,কুমাতিয়া,কারহা ও চারিকোরিয়া ইত্যাদি নদীর জল কুল ছাপিয়ে যাওয়ায় ডুবে যায় বিভিন্ন এলাকা।ঢকুয়াখানা মহকুমার বিস্তীর্ণ অঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।সুবনশিরি রাজস্ব সার্কলের বিস্তীর্ণ অঞ্চল আবার বন্যার জলে ভাসছে।
Begin typing your search above and press return to search.